২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পাবলিক সড়ক মেরামতে অর্থ সহযোগিতা সহ স্বেচ্ছায় শ্রম দিলেন ছাত্রদলের কর্মীরা। ১৭ই আগস্ট রোববার উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের বিভিন্ন জায়গায় এই মেরামতের কাজ করা হয়। টানা বর্ষণ ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে সড়কের কিছুস্থানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এবং মাঝে মধ্যেই ওইসব স্থানে ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
এই জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তলুকদার খোকনের নির্দেশনায় ও মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য মোঃ ফয়সাল শিকদারের সার্বিক তত্ত্বাবধানে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কের বড়-বড় বেশ কিছু গর্ত সংস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা ছাত্রদলে আহবায়ক কমিটি সদস্য নাঈম শেখ, কালকিনি পৌর ছাত্রদল নেতা সজীব বেপারী, কালকিনি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও ছাত্রদল নেতা সম্রাট মোল্লা প্রমুখ।