২১ নভেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো:নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি : সরকারি নিয়ম অমান্য করে শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করায় বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা ও বানারী পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের কারণ দর্শানো নোটিশ। গত ১০ ই আগস্ট ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করে। বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আলমুহিত ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন করিয়েছেন এই মর্মে উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসার কারণ দর্শানো পত্র দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয় শ্রী কর এর কাছে জানতে চাইলে তিনি বলেন মানববন্ধনের ব্যাপারটি আমরা নিশ্চিত হয়েছি এবং উভয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সশরীরে হাজির হয়ে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জ
বাবে তিনি বলেন এটি একেবারেই আইন ও নিয়ম বহির্ভূত কাজ করেছেন তার কাছে জানতে চাওয়া হয় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা তিনি বলেন অবশ্যই বিধি অনুযায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় নিয়ে বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন আলমুহিত কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা আমার মাদ্রাসার কোন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেনি আর যদি কোন শিক্ষার্থী অংশগ্রহণ করেও থাকে তারা মাদ্রাসায় অনুপস্থিত ছিল এবং মানববন্ধনটি শ্রেণী কার্যক্রম শুরু করার আগেই হয়েছে। অথচ বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি ছিল দৃশ্যমান এবং তখন শ্রেণী কার্যক্রম ও চলমান ছিল। এদিকে মানববন্ধনের বিষয়ে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন আমি বিষয়টি শুনেছি কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অন্য কোন শিক্ষক আমাকে বিষয়টি জানায়নি এটা তারা তাদের মনগড়া মত করেছে। বিষয়টি জানতে পেরে আমি বিদ্যালয় যাই এবং তাদেরকে জিজ্ঞেস করি আমি একটা কথাই বলতে চাই যার ভুলের দায় তাকেই নিতে হবে এই মানববন্ধনের সাথে আমি কোন ভাবে জড়িত নই এবং এটি একদম নিয়ম বহির্বুতভাবে করা হয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন সুমন সরদার নামে এক ব্যক্তি ছাত্রীদের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা অনুরোধ করেছেন বলে আমাকে জানান তাই শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি পরে জানতে পারি যে বিষয়টি মিথ্যা ছিল এবং সুমন সরদার এসে পরবর্তীতে ক্ষমা চেয়ে গেছে। কারণ দর্শানো নোটিশ এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি সশরীরে গিয়ে জবাব দিয়ে আসবো অন্য কোন প্রশ্নের জবাব দিতে চাই না । এদিকে জনোমনে প্রশ্ন রয়েছে সুমন সরদার এর কথায় তিনি বিদ্যালয়ের ছাত্রীদের মানববন্ধনের অংশগ্রহণ করিয়েছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তার বিষয়টি রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত হয়ে করতে পারতেন। এটি নিঃসন্দেহে তার দায়িত্বের অবহেলা এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা কোনভাবেই কাম্য নয় এবং কোনভাবেই একটি বিদ্যালয়ের উপরের কোন রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে না তার বোজা উচিত ছিল। এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা এই বিষয়টি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করানো হয়েছে। আমি কেন বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে মানববন্ধন করাতে যাবো এটি একটি ভিত্তিহীন মানববন্ধন কারণ পৌরসভার রাস্তাঘাট সহ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তবে মানববন্ধনের ব্যাপারটি আমি শুনেছি এবং পরবর্তীতে খবর নিয়ে দলের নির্দেশ ও আইনশৃঙ্খলা ভঙ্গ করায় রাজীব চোকদার ও সুমন সরদার নামে দুজনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য বানারপাড়া পৌরসভার রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা মানববন্ধন করিয়েছেন বা করেছেন তাহারা কেউই বানারী পাড়া পৌরসভার বাসিন্দা নয় এর থেকেই প্রমাণিত হয় যে এটি উদ্দেশ্য প্রণোদিত কারণ এই মানববন্ধনে কোন পৌরবাসী অংশগ্রহণ করেনি। তথ্য ও চিত্রে নাঈম মোঘল বানারী পাড়া।