২১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
গৌরনদীতে শ্রেণিকক্ষ ফাঁকা রেখে কক্সবাজারে দুই শিক্ষক

গৌরনদীতে শ্রেণিকক্ষ ফাঁকা রেখে কক্সবাজারে দুই শিক্ষক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার দুই শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, রাজনৈতিক তদবির ও সাংবাদিকতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক সমাজে চাপা ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সম্প্রতি তারা স্ব-পরিবারে কক্সবাজার ভ্রমণ এবং এ সংক্রান্ত তদন্ত শুরুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
সরেজমিনে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গোপালগঞ্জ জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরির সূত্রে মো. শাহিন এবং আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় ফারহান হোসেন নান্নু গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের ঘনিষ্ঠজন হয়ে ওঠেন। স্থানীয়ভাবে হারিছের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে শিক্ষক সমাজ ও এলাকায় প্রভাব বিস্তার করেন তারা। এমনকি হারিছের রাজনৈতিক তদবিরে প্রায় আড়াই বছর আগে মো. শাহিন গোপালগঞ্জ থেকে গৌরনদীর নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ এবং ৮ বছর আগে গরঙ্গল দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদ লাভ ফারহান হোসেন নান্নু। অভিযোগ রয়েছে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার প্রভাব খাটিয়ে তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে অধিকাংশ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্র জানায়, গত ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সাংবাদিকতার পেশার আড়ালে স্ব-পরিবারে কক্সবাজার ভ্রমণে যান প্রধান শিক্ষক মো. শাহিন ও সহকারী শিক্ষক ফারহান হোসেন নান্নু। এ সময় তারা দু’জনই পরিবার নিয়ে কক্সবাজারের ‘রিম রিসোর্ট’ নামের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। ঘটনার সময় প্রধান শিক্ষক শাহিন বিদ্যালয়ের হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর করলেও বাস্তবে তিনি কক্সবাজারে ছিলেন। একইভাবে নান্নু অসুস্থতার অজুহাতে ছুটি নিলেও পরিবারের সঙ্গে ওই ভ্রমণে অংশ নেন। বিষয়টি এলাকায় তোলপাড় সৃষ্টি করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত তদন্তের নির্দেশ দেন।
পরবর্তীতে নান্নু তিন দিনের নৈমিত্তিক ছুটি দেখান।
এছাড়া নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার অস্বাভাবিক চুরির ঘটনা ঘটেছে, যা নিয়েও এলাকায় বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক শাহিন সাংবাদিকতার প্রভাব ব্যবহার করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গৌরনদী সরকারি কলেজ কেন্দ্রে অঘোষিতভাবে সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন এবং ২য় তলার একটি কক্ষে ঢুকে নিজের মেয়েকে উত্তরপত্র বলে দেন।
এ বিষয়ে শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়লেও অনেকেই নীরব থাকেন। এমনকি উপজেলা মাসিক প্রধান শিক্ষকদের সভাতেও তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে সহকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে এ বিষয়ে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ওয়ালি উল্লাহ জানান, ‘প্রধান শিক্ষক শাহিনের মেয়ে এবছর পরীক্ষা দেয়ার কারণে তাকে কেন্দ্রের কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযোগ করেন, প্রধান শিক্ষক শাহিন শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিগুণ মাসিক বেতন আদায় করছেন। এছাড়া গত দুই বছরের এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য ৩/৪ হাজার টাকা অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগও করেন তারা।
প্রধান শিক্ষক মো. শাহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ জানিয়েছেন গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) সভাপতি সহকারী শিক্ষক মো. ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘আমি ভোটে নির্বাচিত সভাপতি থাকা সত্ত্বেও শাহিন নিজে সভাপতি হওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতার প্রভাব এবং সাংবাদিকতার দাপট ব্যবহার করে আমাকে একাধিকবার পদত্যাগের জন্য চাপ দিয়েছেন। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আর সম্ভব হয়নি।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক ফারহান হোসেন নান্নুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে প্রধান শিক্ষক মো. শাহিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। সাংবাদিকদের কাজ অনিয়ম দেখা নয়।’
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, ‘সরকারি নীতিমালায় শিক্ষকতা ও সাংবাদিকতা একসাথে করার বিধান নেই। প্রধান শিক্ষক শাহিনের ছুটি না নিয়ে কক্সবাজার ভ্রমণের অভিযোগে শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্তের প্রতিবেদন হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে ফারহান হোসেন নান্নুর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019