২১ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল সোমবার দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৭২টি রিং জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাধণা ত্রিপুরা। জব্দ জালের মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত জাল উপজেলার চত্বরে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।
এসময় মৎস্য অফিসার জায়মান জাহান সহ প্রশাসন ও পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাধণা ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বুল্লা ব্রিজ এলাকার লোহর নদীতে অভিযান চালিয়ে জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে ।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।