২১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ৭ আগস্ট সকাল ১০টায় আইনজীবী সমিতির মিলনায়তনে জুলাই গন অভ্যুত্থান ২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন।
উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিমুল হাসান,
বক্তব্য রাখেন এ্যাডভোকেট আনিসুর রহমান খান, এ্যাডভোকেট শামীম আহমেদ, এ্যাডভোকেট নুর হোসেন, এ্যাডভোকেট ফয়সাল আহমেদ, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এ্যাডভোকেট সকিনা বেগম, এ্যাডভোকেট হাফিজুর রহমান, এ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সহ আইনজীবী সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দীর্ঘ ১৬ বছর আমরা কোন কথা বলতে পারেনি । আইনজীবী সমিতিতে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে কারণে আমাদের অনেক আইনজীবীকে জেল খাটতে হয়েছে।
জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদ সকলের জন্য দোয়া করা হয়
জেলা আইনজীবী সমিতির সভাপতি তার আলহাজ্ব শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৭ বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। কোন কথা বলতে পারেনি আইনজীবী সমিতিতে কোন নির্বাচন হয়নি। অনেক আইনজীবী ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা কারনে জেল কেটেছিল।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন অবিচার সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ জুলাই আগস্টে রাজ পথে নেমে এসেছিল। একটি ফ্যাসিস্ট প্রতিষ্ঠার হাত থেকে মুক্ত হওয়ার জন্য। আমাদের প্রিয় ছাত্র জনতা সেদিন তারা আন্দোলন শুরু করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন থেকে সাধারণ জনতা এক দফা আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দল বল নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।