২১ নভেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক হয়েছে।
মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফির নেতৃতের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান চালায়। এসময় তারা চুয়াডাঙ্গা কলোনীপাড়ার বাবর আলীর ছেলে মঞ্জুর হোসেন (৫২) ও মোঃ সেলিম উদ্দিনের ছেলে রাতুল (২২)কে আটক করে।পরে তাদের কাছে থাকা ৫টি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়।সেনাবাহিনীর টিম আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দেশীয় অস্ত্র, চাঁদাবাজির প্রয়োজনীয় তথ্যসহ সকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, সকালে দুজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।