২১ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনার আওতায়এসব চারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৯৫০ শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে ২০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ২টি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
উদ্বোধনী চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. কামরুজ্জামান,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মমদেল হোসেন,মোঃ সাখাওয়াত হোসেন ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ অনেকে।