২১ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বিশিষ্ট ব্যবসায়ী, যুবনেতা মাহমুদুল হাসানকে সভাপতি করে রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। ২২ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জামিল হোসেনকে সদস্য সচিব করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছে মোঃ মোস্তফা হায়দার।
এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আওলাদ হোসেনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে।