২১ নভেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:৩৫ তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার ১৪ জুলাই সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ক্রেস্ট বিতরণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মামুন সিকদারকে সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,
মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: হুমায়ূন কবীর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন । এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, তাপস কুমার শীল, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ঝালকাঠি।