২১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সাহিত্য পরিষদের সামনে জড়ো হয়।পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের কবরী রোড হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে একটি চিহ্নিত মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরি।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। আবারও এমন ঘটনা ঘটলে চুয়াডাঙ্গা থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে। তখন কেউ পালানোর সুযোগও পাবে না।মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ সভাপতি তৌফিক এলাহি, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।