২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ চারটি মামলা ছিল।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন জানান, তাঁর মক্কেল এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে করা এ মামলাগুলো থেকে জামিনের প্রার্থনা করেন আদালতের কাছে। পরে বিচারক চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এনামুল হক বাহার সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্তে তাঁকে করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র মনোনীত করা হয়।