২১ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমের পাশে দাঁড়ালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
বুধবার (২ জুলাই ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও দুইবান ঢেউ টিন উপহার দেওয়া হয়।
এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহ সভাপতি আল আমিন তালুকদার ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, কাল বেলা প্রতিনিধি আরিফ সরদার, আজকের পত্রিকার আরিফুর রহমান রায়হান,পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.আল আমিন, ইউপি সদস্য মনজুর শরিফ উপস্থিত ছিলেন।
এর আগে তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তাকে সহয়তার ব্যবস্থা করেন।
৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর আগে। দুই ছেলে ও এক মেয়ে তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান এবং মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে।
আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল বসত ঘরে একা বাস করেন ।
ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেটিও ভেঙে যায়। একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে বসবাস করে।আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন ।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান,জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ টাকা ও ঢেউ টিন উপহার দেওয়া হয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ওনার থাকার মতো ঘর তৈরি করে দেওয়া হয়।
তিনি সাংবাদিকদের বলেন সমাজে যদি কোন অসহায় পরিবার থাকে আমাদের কাছে তথ্য দিন আমরা তাকে সরকারিভাবে সহায়তা করব।
এদিকে ঢাকার সাংবাদিকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি ফাউন্ডেশনের পক্ষে থেকেও নগদ ১০ হাজার টাকা সহয়তা করা হয়।