২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
মোরেলঞ্জে ২ যুগ পর পৌর বিএনপির নির্বাচনে সভাপতি ফরিদ সম্পাদক মিলন নির্বাচিত

মোরেলঞ্জে ২ যুগ পর পৌর বিএনপির নির্বাচনে সভাপতি ফরিদ সম্পাদক মিলন নির্বাচিত

এস.এম. সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট :উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে ২ যুগ পর জাতীয়তাবাদী দল পৌরবিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে তৃনমূল নেতাকর্মীদের ভোট অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিলন।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল৫টা পর্যন্ত উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরেলগঞ্জ পৌর বিএনপির ৯ ওয়ার্ডের মোট ৬৩৯ জন ভোটার ৫৯৬ সদস্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ৫৯৬টি ভোট কাস্ট হয়। এতে মোরেলগঞ্জ পৌর বিএনপির কমিটির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ৩৩৪টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ ২৫৯ টি ভোট।১৩টি ভোট বাতিল হয়।

এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আসাদুজ্জামান মিলন ৫১৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ হোসেনমিলন ৭৫টি ভোট পান।এখানে ৮টি ভোট বাতিল হয়।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ সেলিম মোল্লা। তিনি ২১৭ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থীদের মধ্যে আব্বাস মুন্সী পান ১৪৭, মোঃ ইমরুল ১২৮ ও মোহাম্মদ মহারাজ ৯৯ ভোট পান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নির্বাচন ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পর্যবেক্ষণ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা ,বিএনপির আহ্বায়ক এম এইচ সালাম জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, শেখ আ. হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।।

ভোট গণনা শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন,
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নির্বাচন নেতাকর্মীদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব দলের কার্যক্রমে আরও গতি আনবে এবং ঐক্যবদ্ধ রাখবে।”

ফরিদ-মিলন প্যানেলের বিজয় উদযাপনে সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।নবনির্বাচিত নেতৃত্ব দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।

#

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019