২১ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি নলছিটিতে সোমবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মুন্তাজিজুল ইসলাম আরস (২) থানার পোল এলাকার সিহাব চৌধুরির একমাত্র পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাজুল ইসলাম চৌধুরির নাতি। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে খেলার সময় সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায় শিশু আরস। অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে স্বজনরা খুজঁতে শুরু করে। পরে অনেক খোজাখুজির পর পুকুরে তাকে ভাসমান দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। এদিকে শিশু আরসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।