ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি নলছিটিতে সোমবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মুন্তাজিজুল ইসলাম আরস (২) থানার পোল এলাকার সিহাব চৌধুরির একমাত্র পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাজুল ইসলাম চৌধুরির নাতি। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে খেলার সময় সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায় শিশু আরস। অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে স্বজনরা খুজঁতে শুরু করে। পরে অনেক খোজাখুজির পর পুকুরে তাকে ভাসমান দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। এদিকে শিশু আরসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.