২১ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশালে অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আজ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে বিকেলে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চরের বস্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়নি।