আজকের ক্রাইম ডেক্স : বরিশালে অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আজ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একই সময়ে বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে বিকেলে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর চরের বস্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিক কিছু পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.