২১ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ
কোন প্রকার জাকজমকতা আর প্রচার প্রচারনা ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমীর নির্বাচন। ২৪/১১/২০২৪ ইং তারিখ অপরাহ্নে জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলার দায়িত্বশীল (রুকন) দের ভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রুকনদের ভোটে পূর্বের আমীর মো: ছোলায়মান গাজী পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন। একই সাথে আমীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে নুতন কমিটি গঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম এবং সেক্রেটারী আল-মাসুদ খান নবগঠিত কমিটির আমীর মো: ছোলায়মান গাজী, নায়েবে আমীর মো: সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দের নাম ঘোষনা করে তাদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা কমিটির কোষাধ্য¶ নির্বাচিত হন মো: মহিববুল্লাহ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারী সহ অর্ধশতাধিক দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে দায়িত্বশীল গন নবগঠিত কমিটির অন্যান্য সকলকে দায়িত্ব অর্পণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।