২২ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওর লোকজন

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওর লোকজন

আজকের ক্রাইম ডেক্স

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউপির ৬নং ওয়ার্ডের দৌলতপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ করে দৌলতপুর এলাকার কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নিই। সেই ঋণের প্রতি সপ্তাহের কিস্তি ২৫০০ টাকা। এরমধ্যে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের পরিস্থিতির কারণে ঋণের কিস্তি দিতে বিলম্ব হচ্ছিল। যার জন্য ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম আমার বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গরু (গাভি) ছিনিয়ে নিয়ে যান।

এ সময় গরুটি নিতে তাদেরকে নিষেধ করলেও তারা আমার কোনো কথা শোনেননি। আমি অসহায় মানুষ। আর বিপদের কারণে টাকা দিতে পারছি না। তাই তাদেরকে বলেছি সমিতির টাকা শিগগিরই পরিশোধ করে দেব। তবুও তারা গরুটি নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে গরু ছিনিয়ে নেয়া অমানবিক কাজ। তারা কিস্তি আদায় না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এমন অমানবিক কাজের জন্য আমিও এনজিওটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

গরু ছিনিয়ে নেয়ার ব্যাপারে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম জানান, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। তাকে সেই টাকা পরিশোধ করতে বারবার বলেছি। তিনি টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে এসেছি।

ওই এনজিওর ম্যানেজার মো. শামীম জানান, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু আনা হয়েছে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019