২১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাবুগঞ্জে বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও খেয়াঘাটের যাত্রী এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
২৩ মার্চ (শনিবার) বিকেলে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে উপজেলার রাহুতকাঠী, নতুন হাট, বাদামতলা, রহমতপুর বাসস্ট্যান্ড, খানপুরা, বাবুগঞ্জ বন্দর, কেদারপুর ও মীরগঞ্জ খেয়াঘাট এবং ফেরিঘাটের প্রায় ২ হাজার ভ্রাম্যমান মানুষের মাঝে ওই ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় আতিকুর রহমান আতিকের সাথে তাঁর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত শিমু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা আক্তারুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, মাঝি মাসুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ শেষে পরে সাংবাদিকদের সম্মানে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক ইফতার মাহফিলের আয়োজন করেন আতিকুর রহমান আতিক।