২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৮ মার্চ তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে। তিনি বরিশাল সংযুক্ত পিরোজপুর জেলার বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি বানারীপাড়া ও স্বরূপকাঠীসহ বিভিন্ন এলকায় বহু স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল ঢাকা স্টক এক্সেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য,বিশ্ব রেডক্রস প্রেসিডেন্টের উপদেষ্টা,বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় সোমবার (১৮ মার্চ) বাদ আসর বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ###