২১ নভেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামে বিক্রি হয়েছে ২ লক্ষ ৫৭ হাজার একশত টাকায়।
বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঝালকাঠি উপজেলা হল রুমে প্রকাশ্যে নিলাম প্রক্রিয়া শুরু হয়। ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে নিলাম কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম আহমেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লা হেল বাকী।
৬৭ জন ঠিকাদার নিলামে অংশগ্রহণ করেন।
সর্বোচ্চ দরদাতা ফয়সাল আহমেদ ছয়টি স্কুল নিলামে কিনে নেন।
নিলামে বিক্রি করা স্কুলগুলো হল দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, ৬৭ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, রমজান কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, বালকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, ভীমরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন, এবং কুতুব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পুরাতন ভবন।
ছয়টি ভবনে সরকারি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লক্ষ ৫৩ হাজার ৯৭১ টাকা। নিলামে সর্বোচ্চ দরদাতা ফয়সাল আহমেদ ২ লক্ষ ৫৭ হাজার ১শত টাকা স্কুল ছয়টি ক্রয় করেন।
সরকারি দামের চেয়ে ৩১২৯ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।