২১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের লাঠির আঘাতে মামা ফজিবর রহমান (৫৩)নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিবর একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মখিমদ্দিনের ছেলে।এ ঘটনায় দক্ষিণ বালাপাড়া গ্রামের মাহাবুর রহমানের পুত্র মাসুদ ইসলাম (২০) ও মহুবার রহমানের ছেলে সুজন ইসলাম (১৯) কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই এলাকার মজিবর রহমান ওরফে ফুনুর ছেলে মহুবর মিস্ত্রির পরিবারের সাথে মামা ফজিবর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে লাঠির আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়া ফজিবর রহমানকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় বলেন, লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৃতের ভাই মজিবর রহমান ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-১৭, তারিখ- ১৬/২/২০২৪ইং।