২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশালের উজিরপুর উপজেলায় নদীতে বিষ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে এক জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে তাকে আটকের পর এ দণ্ড দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। দণ্ড পাওয়া জেলে প্রেমানন্দ মল্লিক উপজেলার কেশবকাঠি গ্রামের সনাতন মল্লিকের ছেলে।
ইউএনও সাখাওয়াত বলেন, সকালে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ হাবিবপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার চরঘেরা, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং এক কেজি বিষসহ প্রেমানন্দকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় ওই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনে কাজ থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান তিনি।