২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ২০০গ্রাম গাঁজা ১৫ পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম বেলাল হাওলাদার(২০),পিতা জলিল হাওলাদার। সে উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. হাবিবুর রহমান পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করে। এসময় তার কাছে ২০০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সোমবার তাকে জেল হাজতে প্রেরন করা হবে।