২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ

বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ

সাইফুল ইসলাম | বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর তহসিল অফিস সংলগ্ন ইছাকাঠি মৌজায় অবস্থিত ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী অবৈধ দখলমুক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল।

মহামান্য হাইকোর্টের ৫৭১৪/২০২০ নম্বর রিটের আদেশ মোতাবেক উক্ত দিঘীটি সিএস ম্যাপ ও আরএস ১০৫০/১০৫১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত আরএস তথা এসএ ৮৪২ দাগে ২.৯৮ একর জমির ওপর অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই জমিটি আলী হোসেন হাওলাদার ওরফে আলী চেয়ারম্যান নামে এক ব্যক্তির অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী এম. মাসুদ হাওলাদার গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জমি উদ্ধারের আবেদন দাখিল করেন।

এরই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ৩ নভেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রায় ২.৯৮ একর জমির বর্তমান অবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনারের পক্ষে জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রতীক কুমার কুন্ডু। এতে বরিশাল আঞ্চলিক সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, সদর উপজেলা ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ পদক্ষেপ ঐতিহ্যবাহী জলাশয়টি রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019