২০ নভেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে রাজাপুরের বিএনপির সাধারণ সম্পাদক নাছিম আকনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপির নিহত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া,তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া দোয়া করা হয় ।
দোয়া শেষে বর্ণাঢ্য একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থান এসে শেষ হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন রাজাপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনের মর্মান্তিক মৃত্যুতে তার প্রতি সম্মান রেখে ৪৭ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঝালকাঠিতে সংক্ষিপ্ত আকারে পালন করা হয়েছে।। ঝালকাঠি জেলা যুবদল ব্যাপক কর্মসূচি হাতে নিলেও শুধু র্যালীও সংক্ষিপ্ত আলোচনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় নীরবতা পালন, দোয়া মোনাজাত করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সুমন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম তুহিন।
অন্যদের মধ্যে আলোচনা করেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান পান্নু, যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, ও সদস্য মোঃ রুবেল ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।