২০ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন সকল শ্রেনী পেশার মানুষের অধিকার সুনিশ্চিত করা, গণতন্ত্র এবং বাকস্বাধীনতার জন্য ৩১ দফা বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সনদ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ঝালকাঠি -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। ঝালকাঠি পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য একথা বলেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধা ৬ টায় ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নুর ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন তিনি ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান , ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. মোঃ শামিম আলম, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম মিয়া, সহ-সভাপতি বিষ্ণু পদ ধর, মোঃ রিয়াজ হাওলাদার, সিনি: যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন খলিফা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইয়াসির আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আলী হাসান, ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, কেওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাহাদুর খান, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সবুজ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সকল ধর্ম বর্ন শ্রেনী পেশার মানুষ বিএনপির কাছে নিরাপদ। বিএনপি সম্প্রতির বাংলাদেশ গড়তে চায়। বিএনপির নেতাকর্মী কোন অপরাধের সাথে সন্ত্রাস অবিচার অনাচারের সাথে যুক্ত নয়। তারপরে কোন নেতাকর্মীর বিরুদ্ধে নুন্যতম অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হয় এবং হবে।তিনি আরো বলেন প্রতিটি ঘরে ঘরে নারী পুরুষ যুবক তরুণদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের সুচনা করবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত হবে। নারীদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় সুনির্দিষ্ট ভাবে নারীদের অধিকারের বিষয়টি রেখেছেন সেই দফা গুলো নারীদের উদ্দেশ্য করে বলে ধানের শীষের পক্ষে থেকে তাদেরকে দেশ গঠনের অংশিদার হওয়ার আহবান জানান। বিশেষ অতিথিগণ এবং অন্যান্য বক্তারা সকল শ্রেনী পেশার মানুষের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখতে জনসাধারণ কে ধানের শীষের পক্ষে থাকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন। উঠান বৈঠকে নারী পুরুষ তরুন সহ সনাতনধর্মালম্বী সহ একহাজারের অধিক জনসাধারণ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
।