২০ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলায় থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
২১শে অক্টোবর (মঙ্গলবার) রাত ২টায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজারের পূর্ব পাশে জনৈক এমদাদুল হক এর মিশ্র ফল বাগানের সামনে কালাছড়া গামী রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ওসি, শহিদুল ইসলাম আজকের ক্রাইম নিউজ কে জানান, বিষ্ণুপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৪০ কেজি গাঁজা রাস্তার উপর হতে উদ্ধার করা হয়। এসময় আসামি মাসুমসহ সম্পৃক্ত অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।