২০ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপি।
রবিবার (১৯ অক্টোবর) ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার এর নেতৃত্বে ইউনিয়নের লোহালিয়া, সিংহের কাঠি ও ওলানকাঠী এলাকায় ব্যাপক জনসংযোগ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন, মো. দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্টু হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. বাবুল সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ ডাক্তার, সাধারণ সম্পাদক বাচ্চু খলিফা, এছাড়া বিএনপি নেতা আমানুর রহমান, সেলিম হাওলাদার, আব্দুল জলিল, টুটুল, মোহাম্মদ জসিম, আমিনুল ইসলাম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, তাই তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে আছি, থাকব।