২০ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার ১২ই অক্টোবর ২০২৫ খ্রি. বিকাল ৩.৩০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্য পাড়া এলাকা হইতে ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হইতে ১৯১৬ (এক হাজার নয়শত ষোল) স ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ৩ লক্ষ ৮৩ হাজার ২ শত টাকা। বিধি মোতাবেক জব্দ তালিকা করে
আসামীর নাম ও ঠিকানা:- (১) মোঃ শিপন মিয়া ৩৫), পিতা- আশু ভূইয়া,সাং-কামালমুড়া মধ্য পাড়া, ইউনিয়ন-১০ নংপাহাড়পুর,থানা- বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম, আজকের ক্রাইম.নিউজ মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানায় একটি নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। থানা এলাকা আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদকবিরোধী অভিযানের অংশ বিশেষ। আমাদের অভিযান অব্যাহত আছে।