২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের সিটি ক্লাব সংলগ্ন শরীফ আবুল কালাম আজাদ এর তিন তলা ভবনের নিচ তলায় পূর্ব পাশের ফ্ল্যাটে এক মাদক ব্যবসায়ী অবস্থান করিয়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই(নিঃ)/মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে শনিবার রাত্র পৌনে বারোটায় অবস্থান করি।জাহিদ তালুকদার নামের এক যুবককে( ২৪) আটক করি আটককৃত যুবক তাহার প্যান্টের পুকুর থেকে পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা আমাদের হাতে তুলে দেয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জাহিদ তালুকদার (২৪) বানারিপাড়া থানার শলিয়াবাদপুর গ্রামের পারভেজ তালুকদারের ছেলে। ঝালকাঠি শহরে ভাড়া বাসায় বসবাস করে।
এবিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না আমরা ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে চব্বিশ ঘন্টা অভিযান পরিচালনা করছি।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।