২০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর জনসচেতনতা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার,
কাঠালিয়া থানার সাব ইন্সপেক্টর প্রকাশ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ট আড়ৎদার, বরফকল মালিক, জেলে সম্প্রদায়, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাঠালিয়া উপজেলার মৎস্য বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ৪ ঠা অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন নদী খাল বিলে মৎস্য অহরন বিক্রয় মজুদ পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।
এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ২৪ ঘন্টা মোবাইল কোটের মাধ্যমে নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করব।আপনারা যদি কোথাও শুনতে পান নদীতে মা ইলিশ অসাধু জেলেরা শিকার করছেন আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নিব। তিনি আরো বলেন মা ইলিশ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব।