২০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় মানপাশা বাজার থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনমত তৈরিতে কথা বলেন। তিনি আগামী নির্বাচনে বৈষম্যহীন আধুনিক উন্নত বাংলাদেশ গড়াতে ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান। গণ সংযোগ কালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোমোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনি: সহ_সভাপতি জুলফিকার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফ, কুশঙ্গল ইউনিয়ন বিএনপি সভাপতি এ্যাড. মিজানুর রহমান আলমগীর সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন এর শীর্ষ নেতৃবৃন্দ সহ শতশত নেতাকর্মী। গণসংযোগ চলাকালে ৭ নং ওয়ার্ড শেওতায় তাঁতী দলের উদ্যোগে পথসভায় অংশগ্রহণ করেন। পথসভা শেষে শেওতা বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে সনাতনী ধর্মলম্বী মানুষদের সাথে দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তি পূর্ন পরিবেশে উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন।
তিনি বলেন কেহ গোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। দলের পরিচয় দিয়ে কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাথে সাথে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিব।
দলীয় নেতাকর্মীদের বলেন হিন্দুদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব আমরা একত্রে তাদের সহযোগিতা করবো কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা সব সময় তাদের পাশে আছি ।
হিন্দু সম্প্রদায়ের সকলে যাহাতে আনন্দগণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সে জন্য দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।