২০ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা,
ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদার,ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস শিকদার , ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুটুল, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্স ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।
জেলা মৎস্য কর্মকর্তা তার বক্তব্য বলেন মা ইলিশ রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা চাই।
ঝালকাঠিতে অভিযানের সময় কোন জেলে নদীতে না নামতে পারে তার জন্য ২৪ ঘন্টা আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কোন কর্মকর্তা যদি অবৈধভাবে অভিযানের সময় কাজ করে আমাকে জানাবেন তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব।
মা ইলিশ রক্ষার অভিযানে নদী খাল দিলে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তিনি আরো বলেন আগামী ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি.পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় যে কোন প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ। এ সময় সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।