২০ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবনগরের উথলীতে গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
শনিবার সকাল ৯ টার দিকে
জীবননগর উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) ব্রীজ মাঠে কাজ করছিল।এসময় ৮/৯ জনের দুর্বৃত্ত তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকা বাসি তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত দু’জনকে কুপিয়ে ও পিটিয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জীবননগর থানার পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, তাদের সাথে প্রতিবেশিদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। প্রাথমিক ধারণা তারই জেরে মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে বলে গুঞ্জন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা আছে।পুলিশ কাজ করছে।