২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় নরসিংদীর যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে নরসিংদীর যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের উপর হামলায় রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। এসময় বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আওয়াল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসান রনি, ওয়াসিম রয়েল, রিফাত রহমান,আঃ হান্নান,সুকমল কুমার বাধন,রাজিব মল্লিক,ফরহাদ হোসেন।উল্লেখ্য বৃহস্পতিবার নরসিংদীর যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকাল থেকে নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমের সমর্থকরা তাকে লাঠিসোটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন।