২১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্র সাহা সমীর ও সদস্য সচিব আশিস কুমার হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বিপ্লব মিস্ত্রীকে আহ্বায়ক ও শিবু দাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, শারদীয় দুর্গোৎসব ও হিন্দু সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে সম্পৃক্ত করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।