২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর উদ্যোগে আয়োজিত “জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫” শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। জেলার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ও শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাচর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর প্রধান উপদেষ্টা কবি মু আল আমীন বাকলাই। তিনি বলেন, “সত্যান্বেষী সমাজ গঠনে বিজ্ঞানচর্চা ও যৌক্তিক চিন্তা অত্যাবশ্যক, আর তা শিক্ষার্থীদের মধ্য থেকেই শুরু করতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন সমকাল ঝালকাঠি জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ। তিনি বলেন, “সমকাল শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে সবসময়ই সচেষ্ট।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর সভাপতি সোনিয়া আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব বজলুর রশিদ, সুহৃদ সমাবেশের উপদেষ্টা জনাব প্রশান্ত দাশ হরি, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সারাদিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক বিতর্কে অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী ও কর্মশালাও।
এই আয়োজন জেলার শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।