২১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অভিযানে চোরাই গরু উদ্ধার করেছে। গত শুক্রবার বিকেলে দলনেতা আবু হাসান, আব্দুল জব্বার ও আনসার প্লাটুন কমান্ডার সুলতান আলীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ভারত থেকে গরু পাচারের সময় তাদের ধাওয়া করে এসময় চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুটি উদ্ধার করে রওশনপুর বিজিবিকে খবর দেয়া হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গরুটি বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
এসময় ইউপি সদস্য মমিরুল ইসলাম, ইউপি সদস্য জাহিরুল ইসলাম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
দলনেতা আবু হাসান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সফল অভিযানে প্রমাণিত হয় যে, বাহিনীর ভিডিপি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সর্বদা তৎপর ও দায়িত্বশীল। দেশের আইন-শৃংখলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বাহিনী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস দমন ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে।
আনসার প্লাটুন কমান্ডার সুলতান আলী,
শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্র আমরা এই অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রওশনপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানান, আনসার ও ভিডিপি সদস্যরা সীমান্ত এলাকা থেকে একটি চোরাই গরু উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা উর্ধত্বন কর্তৃপক্ষে মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে কাস্টমসে হস্তান্তর করেছি।