২১ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বাগেরহাটে ৪ আসন পুনর্বহলের বহাল দাবিতে সর্বদলীয় হরতাল ও অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা ভোগান্তি চরমে

বাগেরহাটে ৪ আসন পুনর্বহলের বহাল দাবিতে সর্বদলীয় হরতাল ও অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা ভোগান্তি চরমে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদ এবং চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা হরতালের প্রভাবে চরম ক্ষতির মুখে পড়েছে। পণ্য ওঠানামা ও পরিবহন কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার প্রধান প্রধান সড়কের অন্তত ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছ ফেলে, বেঞ্চ বসিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে সড়ক অবরোধ করা হয়েছে। নদী পারাপারের খেয়া ও ফেরিগুলোও বন্ধ রয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করছে।

হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন হরতালকারীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সামনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি হেটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন।

নেতাকর্মীরা এসে জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের সামনে অবস্থান নেয়। পৌনে নয়টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেয়। পরে তিনি নিজের অফিসে প্রবেশ না করে জেলা ত্রাণ, দূর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

সকাল থেকে এসব কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।গত জুলাইয়ে নির্বাচন কমিশন ভোটার অনুপাতে আসন পুনর্বিন্যাস করে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন বাদ দিয়ে গাজীপুরে নতুন একটি আসন যোগ করে। এরপর থেকেই বাগেরহাটের রাজনৈতিক ও সাধারণ জনগণ এই সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠে। একাধিক বিক্ষোভ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও সংবাদ সম্মেলন হয়। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেন বাগেরহাটের নেতাকর্মীরা।বেলা ২টা পর্যন্ত জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার সব উপজেলায় দোকানপাট, বাজার এবং অফিস আদালত বন্ধ দেখা গেছে।

হরতালে অংশ নিয়ে বিএনপি নেতা এম.এ সালাম বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও ভারতের প্রেসক্রিপশনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ভারতের ইশারাতেই বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে।’

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম বলেন, ‘বাগেরহাটের উন্নয়ন রুখতেই পরিকল্পিতভাবে একটি আসন কমানো হয়েছে। আমরা তা কিছুতেই মেনে নেব না।’

তবে তাতে কোনো পরিবর্তন না এনে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তন করে ৩টি আসনের গেজেট চূড়ান্তভাবে প্রকাশ করে।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনেরমধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। তার বিপরীতে গেল ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণ মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019