২১ নভেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য বের করা হয়। র্যালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেয়।
র্যালীটি রানীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে রানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ . এ জেড এম জাহিদ হোসেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।