২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের হাতে মাদক বিরোধী অভিযানে পাওয়ার টলি ভর্তি ৬৬৮ ফেনসিডিল ও ট্রলির চালকসহ দুজন আটক হয়েছে।
বুধবার সকালে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন কয়া ঈদগাহ ময়দানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে মো. আব্দুর রহমান (৩০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথ পুর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. এনামুল হক (৩৪)কে পাওযার টলিসহ আটক করা হয়। পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে ১৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৬৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রলিটি।এ ঘটনায় ট্রলিরচালকসহ দু’ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।