২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য রেজাউল কে আটকের পর জড়িত না থাকা প্রমানিত হওয়ায় ছেড়ে দিয়েছে বিজিবি।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য ও দর্শনা রামনগর গ্রামের করিমপুর মসজিদ পাড়ার মৃত হযরত আলীর ছেলে রেজাইর(৪৫)কে বিজিবির একটি দল এলাকার একটি স’মিলের সামনে থেকে আটক করে।পরে তাকে দর্শনা বিজিবি ক্যাস্পে নিয়ে যায়।এদিকে খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও সাধারণ মানুষেরা ক্যাম্পে ভীড় জমায়। বিজিবি পরে বিএনপি নেতাদের আবেদনের পরিপেক্ষীতে ও এলাকায় ভাল ছেলে হিসেবে জানতে পেয়ে তাকে দুপুরেই ছেড়ে দেয়।সে ষড়যন্ত্রের স্বীকার বলে জানা যায়।এদিকে চুয়াডাঙ্গা -৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, স্থানীয় নেতৃবৃন্দ জানান রেজাউল ষড়যন্ত্রের স্বীকার।কেউ তাকে ফাসানোর চেষ্টা করেছিল।ব্যাপক তদন্ত শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।