২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে বিশেষ সাফল্যে ২য় অবস্থানে থেকে গৌরব অর্জন করেছে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় বার্ষিক অগ্রগতির মূল্যায়নে এ ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে অন্যতম শীর্ষস্থান অর্জন করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের হাত থেকে সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। ঘোড়াঘাট উপজেলা জেলার ১৩টি উপজেলার মধ্যে ২য় স্থান এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ ১০৩টি ইউনিয়নের মধ্যে ২য় স্থান লাভ করে এ সম্মান অর্জন করে। অপরদিকে, প্রথম স্থান অর্জন করেছে নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন ও তৃতীয় অবস্থানে রয়েছে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন পরিষদ।
এ বিষয়ে কথা হলে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, এ অর্জন ঘোড়াঘাট উপজেলা ও সিংড়া ইউনিয়নের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটরের নিবিড় তত্ত্বাবধান এই সাফল্য অর্জন হয়েছে।
গ্রাম আদালতের কার্যকর ভূমিকার মাধ্যমে গ্রামীণ জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণে যে অগ্রগতি সাধিত হয়েছে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তার ধারা অব্যাহত থাকবে বলে মনে করছি।