২১ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট ((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৬২০ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি পরিমাণ চাল পাবেন, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচি সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প, যা দরিদ্র ও হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে থাকে।
বিতরণ অনুষ্ঠানে ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদের আলী খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সরকার, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ, কর্মসূচির উপকারভোগী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।