২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বুদো মোল্লার ছেলে একই গ্রামের মসজিদের মোয়াজ্জেম বরকত আলি মোল্লা (৫০) সকালে কার্পাসডাঙ্গা বাজার হতে বাজার করে ইজিবাইকে বাড়ী ফিরছিল। এসময় ইজিবাইকটি মুক্তারপুর মোল্লাবাজার নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি স্যালোইঞ্জিন চালিত যান আলমসাধুর সাথে মুখোমুখি ধাক্কা মারে। এতে ইজিবাইক টি দুমড়ে মুচড়ে যায় ও বরকত আলি সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।