২১ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদার সুবলপুরে ছাদ থেকে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার
কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে আলিফ হোসেন (৯)সহ ৩/৪ জন শিশু প্রতিবেশি বাবু মিয়ার বাড়ির ছাদে খেলা খেলছিল। পরে ওই শিশুরা চিৎকার চেচামেচি করলে সকলে ঘটনাস্থলে ছুটে এসে দেখে বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের মেইল তাদের উপর আলিফ ঝুলছে। প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আলিফকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে প্রাণে বাচানো সম্ভব হয়নি। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর জেনেছি।