২১ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় পুরাতন বাইসাইকেল কেনাবেচার এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বুধবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা পৌর পশুহাট থেকে টাইগার মোড়ের দিকে একটি ট্রাক (যশোর ট ১১-২৪৬৪) যাচ্ছিল। এসময় গাড়ির চালক হঠাৎ ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৪৫) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত রাজ্জাক দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে পুরাতন বাইসাইকেল কেনাবেচা ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।পুলিশ জানায়, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।