২১ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিং বডি ২০২৫ এর সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মোঃ আব্দুল হালিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, নারী উদ্যোক্তা ও এভার গ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। মেহেরুন্নেসা শিরিন সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সহধর্মিণী।
উল্লেখ্য, গত ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক আদেশে মেহেরুন্নেসা শিরিনকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকবৃন্দও কলেজের গুণগত মানোন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় গভার্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।